সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা: ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা আবেইতে অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। হামলায় বাংলাদেশ কন্টিনজেন্টের ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারান এবং ৮ জন আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর ওই এলাকায় সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর এ হামলার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।