ডিজিটাল আইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে এল যুক্তরাজ্য সরকার
যুক্তরাজ্য সরকার ডিজিটাল আইডি ব্যবস্থার বাধ্যতামূলক অংশ থেকে সরে এসেছে, ফলে কর্মক্ষম বয়সী মানুষের জন্য এটি আর বাধ্যতামূলক নয়। সরকার জানিয়েছে, ডিজিটাল আইডির পাশাপাশি অন্যান্য পরিচয়পত্রও ব্যবহার করা যাবে কাজের অধিকার প্রমাণে। যদিও সরকার এই পরিবর্তনকে নীতিগত ইউ-টার্ন মানতে নারাজ, বিরোধী দলগুলো এটিকে সরকারের আরেকটি ব্যর্থতা হিসেবে দেখছে। নতুন পরিকল্পনায় ডিজিটাল যাচাইয়ের জন্য পাসপোর্ট বা বিদ্যমান ই-ভিসার ব্যবহার করা যাবে, যা নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।