বার্সেলোনার জয়ের মধ্যে একই দিনে আবার ম্যানচেস্টার এর হার

লা লিগায় অনায়াস জয়ে পয়েন্ট ব্যবধান আবারও বাড়িয়েছে বার্সেলোনা। দশ জনের ভিয়ারিয়ালকে ২–০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২–১ গোলে পরাজিত করেছে তারা।

এই জয়ের ফলে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্টে নিয়ে গেছে। ১৮ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৪৬ পয়েন্ট, আর সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। পেনাল্টি এরিয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফাউল করেন সান্তি কোমেসানা, যার ফলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন।

৩৯ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিক ভিয়ারিয়াল। লামিনে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন চেলসির সাবেক খেলোয়াড় রেনাতো ভেলগা। দশ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভিয়ারিয়াল।

ম্যাচের ৬৩ মিনিটে বার্সেলোনার জয়ের ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি স্প্যানিশ এই তরুণ তারকার নবম গোল।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হেরে হতাশা বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২–১ ব্যবধানে পরাজয়ের ফলে লিগে তাদের অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়েছে।

এক রাতে ইউরোপের দুই শীর্ষ লিগে এমন বিপরীত ফলাফলে ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনা ও আলোচনার রসদ জুগিয়েছে ম্যাচগুলো।