ভেনেজুয়েলার জনগণের পাশে ইইউ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং দেশটিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভন ডার লিয়ন বলেন, “ভেনেজুয়েলার পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা ভেনেজুয়েলার জনগণের পাশে আছি এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করি।”

এ সময় তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। ভন ডার লিয়ন বলেন, “যেকোনো সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদকে সম্মান করতে হবে।”

ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপ মহাদেশের ২৭টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। শান্তি, সমৃদ্ধি এবং অভিন্ন নীতিমালা—যেমন মানুষ, পণ্য, সেবা ও অর্থের অবাধ চলাচল—নিশ্চিত করার লক্ষ্যে এই জোট গঠিত হয়েছে। ইইউর নিজস্ব সংসদ ও মুদ্রা (ইউরো) রয়েছে এবং এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উল্লেখ্য, শনিবার (৩ ডিসেম্বর) ভেনেজুয়েলার বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হয় বলে জানা গেছে। এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়।