শর্ত না মানায় ৬ বাংলাদেশিসহ ৯ বিদেশির প্রবেশ প্রবেশ বাতিল করল মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (এজেন্সি কাউন্ট্রোল দান পার্লিনডুংগান সেম্পাদান মালয়েশিয়া—একেপিএস) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কেদাহ রাজ্যের বুকিত কায়ু হিতামে অবস্থিত ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টিন ও সিকিউরিটি কমপ্লেক্স (আইসিকিউএস) দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করা ৯ জন বিদেশি নাগরিককে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার, একেপিএস বুকিত কায়ু হিতামের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহদ নাসারুদ্দিন এম নাসির এক বিবৃতিতে জানান, প্রত্যাখ্যাতদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন—যাদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকায় তাদের প্রবেশ বাতিল করা হয়।
এ ছাড়া, একজন তাইওয়ানের নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে প্রকৃত পর্যটক নন বলে সন্দেহ করা হয়। তারা কেবল সামাজিক ভ্রমণ পাস (সোশ্যাল ভিজিট পাস) ব্যবহার করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, হংকংয়ের এক নারী নাগরিকের নাম সংশ্লিষ্ট বিভাগের সন্দেহভাজন তালিকায় থাকায় তাকেও মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
মোহদ নাসারুদ্দিন বলেন, “ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এসব বিদেশি নাগরিকের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাইকে থাইল্যান্ড হয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এ অভিযানে কোনো ধরনের জব্দকৃত মালামাল পাওয়া যায়নি।
বিবৃতিতে তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে এবং কোনো পক্ষ যেন প্রবেশপথের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে একেপিএস সর্বদা কঠোর অবস্থানে থাকবে।