ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮৪তম স্থান থেকে উঠে এসে এখন লাল-সবুজরা অবস্থান করছে ১৮৩তম স্থানে।

চলতি মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে এই উন্নতি এসেছে। হোম ম্যাচে ৩-২ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলের ড্র করেছে হামজা ও জামাল ভূঁইয়ার দল। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে সর্বশেষ র‌্যাংকিংয়েও।

অন্যদিকে, হংকং দুই ধাপ পিছিয়ে এখন ১৪৮তম স্থানে, আর ভারতও দুই ধাপ অবনমন হয়ে ১৩৬তম স্থানে নেমে গেছে।

বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে এখনও স্পেন। তবে পরিবর্তন এসেছে পরবর্তী স্থানগুলোতে — এক ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা, ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে।

প্রীতি ম্যাচে জাপানের কাছে হেরে র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল, এখন তারা সপ্তম অবস্থানে। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে জার্মানি দুই ধাপ এগিয়ে এখন দশম স্থানে জায়গা করে নিয়েছে।

ফিফার এই র‌্যাংকিং প্রকাশিত হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর), যা নভেম্বর মাসের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর আগে দলগুলোর প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।