স্টাফ রিপোর্টার
স্বপ্নের ইউরোপ অনেক সিলেটী তরুণের কাছে এক অনন্ত আকর্ষণ। কেউ বিমানে, কেউ নৌপথে, আবার কেউ জঙ্গলের কঠিন পথ পাড়ি দিয়ে পৌঁছান ইউরোপে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের ইউরোপই পরিণত হয় দুঃস্বপ্নে। কেউ ফেরেন শূন্য হাতে, কেউ আবার হারান জীবনভর সঞ্চিত অর্থ। এ অবস্থায় মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েন অনেক প্রবাসফেরত তরুণ।
এই কঠিন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) আর্থিক সহায়তায় ফেরত আসা এসব অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। প্রকল্পটির নাম — “প্রত্যাশা-২”।
ব্র্যাক মাইগ্রেশনের তথ্যানুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ থেকে ফেরত আসা বাংলাদেশিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে। গত দেড় বছরে শুধু সিলেট বিভাগেই চার শতাধিক ব্যক্তি এই সহায়তা পেয়েছেন। এ পর্যন্ত সোয়া চার কোটি টাকার বেশি মূল্যের মালামাল ক্রয় করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সহায়তার পরিমাণ ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে কাউকে নগদ অর্থ দেওয়া হয় না। বরং ব্যবসা বা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় মালামাল বা উপকরণ সরবরাহ করা হয়।
প্রশিক্ষণ ও পুনর্বাসন সহায়তা
চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর উপকারভোগীদের ব্র্যাক সিলেট ট্রেনিং সেন্টারে তিন দিনের প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে পরিবারের একজন সদস্যকেও অংশ নিতে হয়। এ সময় বিনামূল্যে থাকার ও খাওয়ার ব্যবস্থা থাকে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নগদ ৩,০০০ টাকা ভাতা পান।
যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ প্রকল্পটি সারা বাংলাদেশব্যাপী পরিচালিত হচ্ছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট অফিস সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ থেকে ২০২০ সালের ১ এপ্রিলের পর দেশে ফেরত আসা অভিবাসীরা এ সুবিধার আওতায় থাকবেন। ফেরত আসা ব্যক্তিদের পাসপোর্টে ডিপার্চার ও এরাইভাল সিল, আউটপাস বা সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র থাকতে হবে।
যেসব দেশ থেকে ফেরত আসলে সুবিধা পাওয়া যাবে
ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া — এই দেশগুলো থেকে ফেরত আসা অভিবাসীরা এ প্রকল্পের আওতাভুক্ত।
তাছাড়া ইউরোপ ছাড়া অন্যান্য দেশ থেকেও (মধ্যপ্রাচ্য বাদে) ফেরত আসা অভিবাসীরাও এই সহায়তার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
অভিবাসীদের পুনরেকত্রীকরণের জন্য সহায়তা
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট আরএসসি ম্যানেজার মো. আরিফুল ইসলাম বলেন,
“মূলত ইউরোপ ফেরতদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে। আমরা চাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে গিয়েছিলেন, তারা দেশে ফিরে যেন নতুন করে আত্মনির্ভরশীল হতে পারেন।”
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ থেকে ফেরত আসা (নির্দিষ্ট সময়ের মধ্যে) অভিবাসীদের এ সেবা গ্রহণের জন্য ব্র্যাকের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
যোগাযোগের ঠিকানা
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সিলেট অফিস
বাসা-০৬, রোড নং-৩১, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট।
📞 মো. আরিফুল ইসলাম, আরএসসি ম্যানেজার — ০১৬১৪-২২৬৫৯২
📞 সুনামগঞ্জ অফিস — ০১৩১৩-৪০৭৫৯৮