খেলাধুলা ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যামকে ফুটবল এবং ব্রিটিশ সমাজে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে। ৫০ বছর বয়সী বেকহ্যামকে চলতি বছরের শুরুতে রাজা তিনিসের জন্মদিন উপলক্ষে সম্মাননার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এবং গত মঙ্গলবার বার্কশায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লসের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নাইট উপাধি গ্রহণ করেন।
বেকহ্যাম এ উপলক্ষে বলেন,
“আমি আরও গর্বিত হতে পারতাম না। সবাই জানে আমি কতটা দেশপ্রেমিক – আমি আমার দেশকে ভালোবাসি। আমি সবসময় বলেছি, রাজতন্ত্র আমার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ সবসময় আমাদের রাজপরিবার সম্পর্কে কথা বলতে চায়—যা আমাকে গর্বিত করে।”
উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এবং বাবা-মা, স্যান্ড্রা ও ডেভিড বেকহ্যাম।
ফ্যাশন দুনিয়ায় অবদানের জন্য ২০১৭ সালে ওবিই প্রাপ্ত ভিক্টোরিয়া-ই ডিজাইন ও তৈরি করেন অনুষ্ঠানে বেকহ্যামের পরা স্যুটটি।
বেকহ্যাম জানান,
“রাজা চার্লস আমার স্যুট দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন। তিনি এমনিতেই পরিচিত সবচেয়ে অভিজাত পোশাক-পরিহিত ব্যক্তিদের একজন, আর বহু বছর ধরে তার স্টাইল আমার অনুপ্রেরণা। এই লুকেও সেই প্রভাব রয়েছে, যা আমার স্ত্রী তৈরি করেছেন।”
ফুটবল ক্যারিয়ার:
- ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৫ ম্যাচ
- ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত অধিনায়ক
- তিনটি বিশ্বকাপ এবং দুটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ
১৯৯২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে, বেকহ্যাম সেখানে ১১ বছর খেলেন। ২০০৩ সালে তিনি ২৫ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর এলএ গ্যালাক্সি, এসি মিলান এবং পিএসজিতে খেলে ২০১৩ সালে তিনি ফুটবল থেকে বিদায় নেন।
মাঠের বাইরে অবদান:
- ২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা
- ২০০৫ সাল থেকে ইউনিসেফের সঙ্গে যুক্ত
- ২০১৫ সালে ‘৭ ফান্ড’ নামে তার নামে তহবিল গঠন
- রানি এলিজাবেথের মৃত্যুর পর ১২ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন
- ২০২৪ সালে কিংস ফাউন্ডেশনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত
বর্তমানে তিনি সালফোর্ড সিটি (লিগ টু) এবং ইন্টার মায়ামি (এমএলএস)-এর সহ-মালিক।
বেকহ্যাম অনুষ্ঠানে বলেন, “এখানে থাকা, উদযাপন করা এবং মানুষের নানা গল্প শোনা—একটি বিশেষ মুহূর্ত।”
সূত্র: বিবিসি