স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত আওরাকি বা মাউন্ট কুক থেকে পড়ে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। কঠোর ও বিপজ্জনক ভূপ্রকৃতির জন্য পরিচিত এই পর্বতে চার সদস্যের একটি অভিযাত্রী দলের অংশ ছিলেন তারা।
৩,৭২৪ মিটার উচ্চতার শিখরে আরোহনের সময় দুর্ঘটনাটি ঘটে। দলের অন্য দুই সদস্য অক্ষত ছিলেন এবং সোমবার রাতে জরুরি সেবায় যোগাযোগের পর মঙ্গলবার ভোরে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা পর বাকি দুই আরোহীর মরদেহ খুঁজে পান। তখনও তারা ক্লাইম্বিং হারনেসে একে অপরের সঙ্গে বাঁধা ছিলেন। দুর্গম আলপাইন এলাকায় মরদেহ উদ্ধারে চ্যালেঞ্জের মুখে রয়েছে উদ্ধারকারীরা।
পর্বতটি দক্ষিণ দ্বীপজুড়ে বিস্তৃত সাউদার্ন আল্পসের উপর অবস্থিত। গভীর হিমবাহ-ফাটল, হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং দুর্ভেদ্য পথের কারণে মাউন্ট কুকে আরোহন অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও অত্যন্ত কঠিন।
নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও নিউজিল্যান্ডের গণমাধ্যম Stuff জানিয়েছে, দুইজনের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সুপরিচিত পর্বত-গাইড।
প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার তিন পর্বতারোহী একই পর্বতে নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানেও তাদের দেহাবশেষ পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে তখনও উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছিল।
নিউজিল্যান্ডের আলপাইন ক্লাব ClimbNZ জানিয়েছে, মাউন্ট কুকের চূড়ায় ওঠার চেষ্টা করতে গিয়ে অতীতে বহু আরোহীর মৃত্যু ঘটেছে। প্রায় কোনও আরোহন মৌসুমই এমন যায় না যখন অন্তত একজন পর্বতারোহীর মৃত্যু ঘটেনি।