লন্ডনে ইংলিশ ডিফেন্স লীগের বিক্ষোভ: ইলন মাস্কের বিতর্কিত মন্তব্য
লন্ডনে ইংলিশ ডিফেন্স লীগ নেতা টমি রবিনসনের ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের হয় লড়াই করতে হবে অথবা মরতে হবে।” তিনি যুক্তরাজ্যে “সংসদ ভেঙে দেওয়া” এবং “সরকার পরিবর্তনের”ও দাবি তোলেন।
শনিবার লন্ডনের এই সমাবেশে মাস্কের উত্তেজিত জনতা “ইলন মাস্ক” এবং “ইলন” স্লোগান দিতে থাকে। তবে তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেন, “মাস্ক ব্রিটিশ জনগণ বা আমাদের …