লন্ডনে ‘মার্চ ফর বাংলাদেশ’

গত ১৫ সেপ্টেম্বর, সোমবার, যুক্তরাজ্যের লন্ডনে ট্রাফালগার স্কয়ারে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রায় ৭,০০০ প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

মিছিল: দুপুর ২টায় ট্রাফালগার স্কয়ার থেকে শুরু হয়ে মিছিলটি হাউস অব কমন্স-এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ইউনুস হটাও, দেশ বাঁচাও” স্লোগান দেন।সমাবেশ: মিছিল শেষে হাউস অব কমন্সের সামনে একটি

সমাবেশ হয়। সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এটি পরিচালনা করেন।

বক্তৃতা: সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রহমান, খালেদ মাহমুদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ,আব্দুল আহাদ চৌধুরী-সুজাত মনসুর, শাহিন আহমদ,এবং ওমর মেহেদী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন যে বাংলাদেশ এখন একটি “অবৈধ ইউনুস সরকারের” দমন-পীড়নের শিকার। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার অঙ্গীকার করেন।

অংশগ্রহণ: যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশাল জনসমাগম সামলাতে পুলিশকে বেগ পেতে হয়েছে।

নেতৃবৃন্দ ঘোষণা করেন যে বাংলাদেশের জনগণের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের এই আন্দোলন চলতে থাকবে।