বড় পরিবারের জন্য ভাতা সীমা তুলে নেওয়ার ইঙ্গিত: চ্যান্সেলর রেচেল রিভসের

আন্তর্জাতিক ডেস্ক:

বড় পরিবারের শিশুদের প্রতি ভাতার সীমাবদ্ধতা অন্যায় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী (চ্যান্সেলর) রেচেল রিভস। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই মাসের বাজেটে পরিবার আকারের ওপর নির্ভরশীল ভাতা সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভস বলেন, “বড় পরিবারের শিশুরা যেন তাদের কোনো দোষ ছাড়াই শাস্তি না পায়—এটা নিশ্চিত করা জরুরি। তাদের শাস্তি দেওয়া ন্যায্য নয়।”

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ২০১৭ সালে তৎকালীন কনজারভেটিভ সরকার প্রবর্তিত দুই সন্তানের ভাতা সীমা তুলে দিতে পারেন। ওই নীতির আওতায় কর্মক্ষম বয়সের পরিবারগুলো তাদের দুই সন্তানের পর আর কোনো বাড়তি ভাতা পেত না।

এদিকে, লেবার পার্টির একাধিক সংসদ সদস্য (এমপি) ইতিমধ্যে এই নীতি পুরোপুরি বাতিলের আহ্বান জানিয়েছেন। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, রিভস হয়তো দুই সন্তানের পর ভাতা কমানোর একটি সংশোধিত প্রস্তাব বিবেচনা করছিলেন।

সামাজিক ন্যায্যতা ও পরিবার সহায়তার প্রশ্নে এই পদক্ষেপ লেবার সরকারের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।