লন্ডন প্রতিনিধি: নতুন বছরকে বরণ করতে যুক্তরাজ্যজুড়ে মিলিয়ন মিলিয়ন মানুষ অংশ নেয় আতশবাজির প্রদর্শনী ও নানা উদযাপনে। লন্ডনে এ বছর অনুষ্ঠিত হয় শহরের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজির শো—প্রায় ১২ হাজার আতশবাজি ফোটানো হয়, যা উপভোগ করেন টেমস নদীর তীরে জড়ো হওয়া প্রায় এক লাখ দর্শক।
এদিকে স্কটল্যান্ডের এডিনবরায় ঐতিহ্যবাহী হগম্যানাই উদযাপনে এডিনবরো ক্যাসেল ছয় মিনিটের সুপরিকল্পিত আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে। বিখ্যাত স্ট্রিট পার্টিতে অংশ নেন কয়েক দশক হাজার মানুষ।
লন্ডনে বিগ বেনের মধ্যরাতের ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে ইউরোপের অন্যতম বৃহৎ আতশবাজির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লন্ডন আই। ২০২৫ সালের উল্লেখযোগ্য সাফল্যগুলোকে তুলে ধরতে এই প্রদর্শনীর সঙ্গীত তালিকায় ছিল রে, সাবরিনা কার্পেন্টার, এড শিরান ও কোল্ডপ্লে। পাশাপাশি সেলিয়া ইম্রি, অ্যান্ড্রু কটার ও অ্যালিসন হ্যামন্ডের কণ্ঠে শোনা যায় বিশেষ বার্তা।
এই প্রদর্শনীতে ইংল্যান্ডের নারী রাগবি বিশ্বকাপ জয়, লায়োনেসদের ইউরো জয় এবং Wicked: For Good–এ সিনথিয়া এরিভোর প্রশংসিত অভিনয়ও তুলে ধরা হয়। লন্ডনের মেয়র স্যার সাদিক খান একে বিশ্বের সবচেয়ে “লেজেন্ডারি” নববর্ষ উদযাপন বলে আখ্যা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এই উদযাপন একতার গুরুত্বের স্পষ্ট বার্তা বহন করে।
তবে উৎসবের আনন্দের মাঝেই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন বছরের শুরুতে যুক্তরাজ্যে আর্কটিক শীতপ্রবাহ আঘাত হানতে পারে। উত্তর স্কটল্যান্ডে তুষার ও বরফের জন্য শুক্রবার পর্যন্ত ইয়েলো সতর্কতা জারি রয়েছে। এছাড়া ২ জানুয়ারি মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায়—লন্ডন ও কেন্ট পর্যন্ত—তুষার ও বরফের সতর্কতা কার্যকর থাকবে।