লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম লন্ডনে অবস্থিত ফিলিস্তিন মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরের ঘোষণা দেন দেশটির রাষ্ট্রদূত হুসাম জোমলত।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, “আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।” তিনি এই ঘটনাকে ব্রিটিশ–ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন।
কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরিহিত জোমলত বলেন, দূতাবাসে উন্নীত হওয়া ‘শুধু নামের পরিবর্তন নয়’, বরং এটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ‘দিক পরিবর্তন’। তিনি আরও বলেন, “নতুন বছর আমরা শুরু করছি এক অসাধারণ অর্জনের মাধ্যমে—যা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামে নতুন একটি অধ্যায় যোগ করল।”
উল্লেখ্য, যুক্তরাজ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর লন্ডনে অবস্থিত ফিলিস্তিন মিশনটি দূতাবাসে উন্নীত হয়। একই সময়ে অস্ট্রেলিয়া ও কানাডাসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তীব্র হওয়ার প্রেক্ষাপটেই এসব কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।