ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রক (Grok) ব্যবহার করে নারীদের ও কিশোরীদের সম্মতি ছাড়াই যৌনভাবে বিকৃত ছবি তৈরির অভিযোগে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাজ্য সরকার। টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডাল একে “একেবারেই ভয়াবহ” বলে মন্তব্য করেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এক্স কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।

বিবিসির হাতে আসা একাধিক উদাহরণে দেখা গেছে, এক্সের ব্যবহারকারীরা গ্রককে নির্দেশ দিয়ে নারীদের ডিজিটালি ‘উলঙ্গ’ করে বিকিনি পরানো বা তাদের যৌন পরিস্থিতিতে দেখানোর মতো ছবি তৈরি করছে—যা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্মতি ছাড়াই করা হচ্ছে।

লিজ কেন্ডাল বলেন, “এই অবমাননাকর ও অপমানজনক ছবিগুলোর বিস্তার আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং দেবও না।” তিনি জোর দিয়ে বলেন, নারীদের ও কিশোরীদের সুরক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে অবৈধ কনটেন্টের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেয়। এর মধ্যে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট (CSAM) অপসারণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা এবং প্রয়োজনে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করার বিষয়টি অন্তর্ভুক্ত। এক্স আরও জানায়, গ্রক ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে সেটিকে সরাসরি অবৈধ কনটেন্ট আপলোড করার মতো অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে।

এদিকে সোমবার যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম (Ofcom) জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে ইলন মাস্কের প্রতিষ্ঠান xAI-এর সঙ্গে “জরুরি ভিত্তিতে যোগাযোগ” করেছে এবং গ্রক দ্বারা তথাকথিত ‘আনড্রেসড ইমেজ’ তৈরির অভিযোগ তদন্ত করছে।

টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডাল অফকমের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “এটি অত্যন্ত জরুরি একটি বিষয় এবং অফকম যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে চাইলে সরকার তার পাশে থাকবে।”

এই ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে নারীদের ডিজিটাল নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রশ্নে।