টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা নেদারল্যান্ডসের, নেতৃত্বে স্কট এডওয়ার্ডস

অনলাইন ডেস্ক: আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ডাচ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ডস।

ঘোষিত দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যাদের অনেকেই এর আগে এক বা একাধিক টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ২০ দলের বিশ্বকাপে নেদারল্যান্ডস তাদের গ্রুপ পর্বের অভিযান শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

এরপর ১০ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ও সহ–আয়োজক ভারত। ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

দল ঘোষণার পর নেদারল্যান্ডসের নির্বাচক রায়ান কুক দলের ওপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, এশিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দলটির উন্নতি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

নেদারল্যান্ডসের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস দে লিডে, আরিয়ান দুত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন, সাকিব জুলফিকার।