দিনভর উত্তেজনা, অনিশ্চয়তা আর নানা শঙ্কার পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেটার ও বোর্ড। ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। তবে মধ্যরাতে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় শুক্রবার থেকে আবার মাঠে ফিরছেন ক্রিকেটাররা। এর ফলে শুক্রবার নির্ধারিত সময়েই শুরু হবে বিপিএলের ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি, সেগুলো দিয়েই শুক্রবার ঢাকা পর্ব শুরু হবে। ১৬ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ হবে ১৮ জানুয়ারি। এতে করে আগে বিশ্রামের দিন হিসেবে নির্ধারিত ১৮ জানুয়ারিতেও খেলা অনুষ্ঠিত হবে। সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে প্লে অফেও। আগে ১৯ জানুয়ারি প্লে অফ শুরুর কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কট করায় বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এ ঘটনায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বিসিবি পদক্ষেপ নেওয়ার পরও কেন দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামেননি, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন বলেন, ওই সময় বোর্ডের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ হয়নি। তার ভাষায়, ক্রিকেটাররা হোটেলে অপেক্ষা করছিলেন এবং বোর্ডের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তি অন্য ইস্যুতে ব্যস্ত থাকায় তখন আর সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সে কারণেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামা যায়নি।
এদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড। তার সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব না হলেও ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তা ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। সব মিলিয়ে সংকট কাটিয়ে বিপিএল আবার মাঠে ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।