ম্যানচেস্টারে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশিসহ নিহত ৪
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে ভোররাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন কিশোর ও একজন বাংলাদেশি ট্যাক্সিচালক। দুর্ঘটনাটি ঘটেছে উইগান রোডে, যেখানে একটি লাল সিট লিওন গাড়ি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় একটি সিট্রোয়েন ট্যাক্সির সঙ্গে। নিহতদের মধ্যে ৫৪ বছর বয়সী মাসরব আলী, যিনি দীর্ঘ ১০ বছর ধরে ট্যাক্সিচালক হিসেবে কাজ করছিলেন, তাঁর পরিবারের কাছে ছিলেন একজন আদর্শ পিতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।