হাসপাতালে রোগীর উপর যৌন নিপীড়নের অভিযোগে স্বাস্থ্যকর্মী আদালতে

এসেক্স-এর সাউথেন্ড হসপিটাল-এ কর্মরত এক স্বাস্থ্য সহকারী-র বিরুদ্ধে দুই রোগীর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজিরা দিয়েছেন।
টুইঙ্কল পারাপুল্লি নামের ৪৬ বছর বয়সী এই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি অক্টোবর ২০২৪ এবং সেপ্টেম্বর ২০২৫-এ এই অপরাধগুলো করেছেন। ওয়েস্টক্লিফ-অন-সি-এর সিলভারডেল এভিনিউ-এর বাসিন্দা পারাপুল্লি-র বিরুদ্ধে এক নারীকে দুই বার এবং এক পুরুষকে যৌন নিপীড়ন করার অভিযোগ আনা হয়েছে।
তিনি সোমবার সাউথেন্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন। অভিযুক্তকে আগামী ২৪ অক্টোবর আবার ব্যাসিলডন ক্রাউন আদালতে হাজিরা দিতে হবে।