যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
বর্তমানে কর্মসংস্থান বা পারিবারিক রুটে যুক্তরাজ্যে আসা ব্যক্তিরা পাঁচ বছর পূর্ণ করলেই ‘অসীমকালীন থাকার অনুমতি’ বা আইএলআর এর জন্য আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, এই সময়সীমা বাড়িয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে।
শাবানা মাহমুদ ২৯শে সেপ্টেম্বর লেবার পার্টির বার্ষিক সম্মেলনে প্রস্তাবটি পেশ করেন। পরদিন ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক টাইমস জানায়, এ নিয়ে শিগগিরই সরকার জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে।
৩০ সেপ্টেম্বর, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস সরকার-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাজ্যে যারা বর্তমানে ওয়ার্ক পারমিটে আছেন বা ফ্যামিলি রুটে থেকে আইএলআর এর যোগ্য—তারা এখনও পাঁচ বছর পূর্ণ হলেই স্থায়ী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ আইএলআর পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে কিছু নতুন শর্তও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে শিগগিরই একটি কনসালটেশন শুরু হবে বলে জানা গেছে।
টাইমস জানায়, যেসব মানুষ ইতোমধ্যে আইএলআর-এর পাঁচ বছরের রুটে আছেন—তাদের ওপর এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। অনুমান করা হচ্ছে, এ ধরনের আবেদনকারীর সংখ্যা ৮ লাখের বেশি।
তবে, সবকিছুই এখনো প্রস্তাবনা পর্যায়ে। আইন হিসেবে কার্যকর হতে কিছুটা সময় লাগবে—তাই অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।