ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ধান চাষ হয়েছে, খবর বিবিসির।
চলতি বছর রেকর্ড গরম পড়ায় ক্যামব্রিজশায়ারের এলি শহরের উত্তরে পরীক্ষামূলকভাবে ধান রোপণ করা হয়। এখন সেই ধান কাটার প্রস্তুতি চলছে।
বসন্তে রোপণ করা হয় ৯টি ধানের জাত, যার কিছু এসেছে ব্রাজিল, কলম্বিয়া ও ফিলিপাইন থেকে। এগুলো বেড়েছে ১৮৮৪ সালের পর ব্রিটেনে রেকর্ড সর্বোচ্চ গরমের সময়।
গবেষক নাদিন মিটসচুনাস জানিয়েছেন, “আমি যখন বলি, ‘আমি ব্রিটেনে ধান চাষ করছি,’ অনেকেই ভাবে আমি মজা করছি; মানুষ অবাক হয়।”
তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন এমন অনেক ফসল চাষ করা সম্ভব, যা আগে কল্পনাও করা যেত না। হতে পারে আগামী ১০ বছর পর ধানই আমাদের জন্য আদর্শ ফসল হয়ে দাঁড়াবে।
তবে আরেক গবেষক প্রফেসর রিচার্ড পাইওয়েলের মতে, এই মুহূর্তে ধান চাষ ব্যবসায়িকভাবে ঝুঁকিপূর্ণ। তবে ভবিষ্যতে তাপমাত্রা এমনই থাকলে, ধান ইংল্যান্ডে বড় পরিসরে চাষ করা যেতে পারে।