শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) এলাকায় শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লন্ডন বাংলা টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব জামিল আহমেদ (আঃ জলিল) কে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুল উলামা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং ফাউন্ডেশন এর সভাপতি ক্বারী শেখ ছালিক আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামিল আহমেদ (আঃ জলিল)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামসুল উলামা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি ইনসান আলী জামে মসজিদের খতিব ক্বারী আব্দুল করিম হোসাইনী।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা দিলোয়ার হোসাইন, বক্তব্য প্রদান করেন ক্বারী শেখ ইমাদ উদ্দিন এবং সভাপতির বক্তব্য দেন ক্বারী শেখ ছালিক আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —

আশরাফ হোসেন, হাবিবুর রহমান, তাসলিম আহমদ, শেখ লোকমান আহমেদ, শেখ সেনামুল, শেখ ইরশাদ প্রমুখ।

শেষে জামিল আহমেদ (আঃ জলিল) সাহেবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।