তারেক রহমানের আহ্বানে সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা মিজান চৌধুরীর
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মিজান চৌধুরী। তিনি জানান, দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এতে তার সমর্থকদের কষ্ট হতে পারে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় মিজান, তারেক রহমানকে দলের অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর পাশে থাকবেন। এই সংকটময় সময়ে দলের প্রতি তার আনুগত্য অটুট।