প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের যথাযথ মূল্যায়নেই দেশের অগ্রগতি — ডঃ শহিদুল আলম

রিপোর্ট:কে এম আবু তাহের চৌধুরী: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী ডঃ শহিদুল আলম বলেছেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা দেশের গার্মেন্টস শিল্পের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করলেও সবচেয়ে বেশি অবহেলিত। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের উচিত প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করা। এতে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”

গত ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটে ব্রিটিশ বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিআই) উদ্যোগে ডঃ শহিদুল আলমের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রফিক হায়দারের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শাহগীর বখত ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ডাইরেক্টর ও সাবেক সভাপতি বশির আহমদ, সাংবাদিক মুহিব চৌধুরী, তাইছির মাহমুদ, কে এম আবু তাহের চৌধুরী, শাহনুর আহমদ খান, আবুল কালাম আজাদ, মিসবাহ চৌধুরী, সাঈদ চৌধুরী এবং মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

বক্তারা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানে অংশগ্রহণ করে সাহসী ভূমিকা রাখার জন্য ডঃ শহিদুল আলমকে ধন্যবাদ জানান এবং ‘বিশ্বজয়ী বীর’ ও ‘জাতির বিবেক’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তৃতার মূল বক্তব্য:

ডঃ শহিদুল আলম বলেন, “বাংলাদেশিরা লড়াকু, সাহসী ও সৎ। আমরা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করি, তখন বিশ্ববাসী আমাদের সেই শক্তি দেখতে পায়। নীরবতা স্বৈরাচারকে শক্তিশালী করে, তাই অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।”

তিনি আরও বলেন, “প্রবীণদের দায়িত্ব নবীনদের নেতৃত্ব দেওয়া। ১৮ কোটি মানুষকে ইতিবাচকভাবে উজ্জীবিত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। নিজের আগে দেশকে ভালবাসতে হবে।”

ডঃ আলম অতীত সরকারগুলোর সমালোচনা করে বলেন, “এরশাদ, বিএনপি ও আওয়ামী লীগ—সব সরকারের সময়েই নির্যাতনের শিকার হয়েছি। শুধুমাত্র সত্য কথা বলার কারণেই আমাকে বারবার গ্রেফতার করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, “শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে, যা পুনর্গঠন করা কঠিন।”

রাজনীতিতে দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “দেশ পরিচালনা করছেন অদক্ষ ব্যক্তিরা। আমাদের মায়েরা সংসার চালাতে দক্ষ—তাদের কাছ থেকে ব্যবস্থাপনার শিক্ষা নিতে হবে।”

সভা শেষে, ডঃ শহিদুল আলমকে বিবিসিআই-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের বিভিন্ন ডাইরেক্টর, সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।