ইরানে সরকারবিরোধী বিক্ষোভে রেফারি ও শিক্ষার্থীসহ শতাধিক নিহত

ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে এক রেফারি ও এক শিক্ষার্থীসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী কোচ ও রেফারি আমির মোহাম্মদ কুহকান। গত ৩ জানুয়ারি দক্ষিণ ইরানের নেয়রিজ শহরে বিক্ষোভ চলাকালে তিনি সরাসরি গুলিতে নিহত হন। তার এক বন্ধু বিবিসি পার্সিয়ানকে জানান, কুহকান তার ভদ্রতা ও মানবিক আচরণের জন্য সবার কাছে পরিচিত ছিলেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুকে কেন্দ্র করে শোকাহত ও ক্ষুব্ধ, তারা দাবি করছেন তাকে সরকার বাহিনী হত্যা করেছে।

এ ঘটনার পাঁচ দিন পর তেহরানে বিক্ষোভ চলাকালে ২৩ বছর বয়সী শিক্ষার্থী রুবিনা আমিনিয়ান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, তাকে পেছন দিক থেকে গুলি করা হয়। তার চাচা সিএনএনকে বলেন, রুবিনা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন এবং সে কারণেই তিনি আন্দোলনে অংশ নেন।

একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্যমতে, গত দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫০০ বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।