বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্যিক ও “তিন গোয়েন্দা” সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেওয়া রকিব হাসানের শৈশব কেটেছে ফেনীতে। পেশাগত জীবনের শুরুটা ছিল একঘেয়ে অফিসের চাকরিতে, কিন্তু সেখানে মন বসেনি তাঁর। শেষ পর্যন্ত তিনি লেখালেখিকেই জীবনের পেশা হিসেবে বেছে নেন।
সেবা প্রকাশনীর মাধ্যমে তাঁর লেখকজীবনের সূচনা। প্রথমে অনুবাদ দিয়ে শুরু করলেও পরে নিজস্ব গল্প ও চরিত্র তৈরি করে দ্রুত পাঠকের মন জয় করেন। তাঁর রচনায় আছে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজাসহ শত শত জনপ্রিয় বই।
তবে তাঁর সবচেয়ে বড় অবদান — ‘তিন গোয়েন্দা’ সিরিজ। মার্কিন লেখক রবার্ট আর্থারের দ্য থ্রি ইনভেস্টিগেটরস অবলম্বনে রচিত এই সিরিজ রকিব হাসানের হাতে পেয়েছিল সম্পূর্ণ নতুন রূপ ও দেশীয় আবহ। বাংলাদেশের পাঠকসমাজে এটি তৈরি করে এক প্রজন্মের স্মৃতি ও নস্টালজিয়া।
ছদ্মনাম শামসুদ্দীন নওয়াব নামেও লিখেছেন তিনি, জুল ভার্নের অনুবাদসহ বহু অভিযাত্রামূলক গল্প তাঁর অনুবাদে সমৃদ্ধ হয়েছে।
রকিব হাসানের মৃত্যুর খবরে পাঠকমহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, “তিন গোয়েন্দা আমাদের শৈশবের অংশ ছিল — রকিব হাসান সেই শৈশবের স্থপতি।”
বাংলা কিশোর সাহিত্যের পরিসরে তাঁর অবদান অমলিন হয়ে থাকবে — এক প্রজন্মের কল্পনা ও সাহসী অভিযানের প্রেরণা হিসেবে।