বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা প্রশাসক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক চেয়ারম্যান জনাব মকবুল হোসেন-এর হাতে তুলে দেন বিশিষ্ট আলেম ও সমাজসংস্কারক মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী (রহ.)-এর জীবনী গ্রন্থ হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক কে. এম. আবু তাহের চৌধুরী।
আজ (সোমবার) দুপুরে লন্ডনের সিডকাপে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় কে. এম. আবু তাহের চৌধুরী তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘রঙের দুনিয়া’-ও জনাব মকবুল হোসেনের হাতে তুলে দেন।
বই দুটি পেয়ে জনাব মকবুল হোসেন গভীর সন্তোষ প্রকাশ করেন এবং লেখককে আন্তরিক ধন্যবাদ জানান।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী মোহাম্মদ আব্দুর রব। তিনি সাবেক সচিবের সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়ে আলোচনা করেন। জনাব মকবুল হোসেন বিষয়টি নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি শিগগিরই বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং সকলের দোয়া প্রার্থনা করেছেন।