গত ২৯ তারিখ, বুধবার, সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারে তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের যৌথ উদ্যোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সালিশি ব্যক্তিত্ব আলহাজ সিরাজুল ইসলাম স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ গফুর মিয়া। পরিচালনা করেন সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক সালিক মিয়া সুলায়মান। পবিত্র কোরআন তিলাওয়াত করেন জনাব শাহনাজ কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের সাবেক চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া অলিদ, বিশিষ্ট মুরব্বি আব্দুস সালাম রাজা, ময়নুল ইসলাম, জামান তাসলিম চৌধুরী, জাবিছ আহমেদ জিম্মাদার, বদরুল ইসলাম, সাইফুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জেল আলী, মল্লিক শহীদ মিয়া, সৈয়দ ফয়জুল ইসলাম, বাবুল চৌধুরী, জামাল সরওয়ার, ইকবাল হোসেন তালুকদার, হাসান আহমেদ হাসনু, সায়েশতা মিয়া, সেবুল আহমেদ, অলিউর রহমান, তৌহীদ আহমেদ তালুকদার প্রমুখ।
আলহাজ সিরাজুল ইসলামের স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে গুরুত্ববহ বক্তব্য রাখেন তাঁর ছোট ভাই ও তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিপার মিয়া এবং তাঁর পুত্র আলহাজ ফখরুল ইসলাম।
সভা শেষে দোয়া পরিচালনা করেন শাহনাজ কবির। পরে তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মেহদী রুনু ও সালিক মিয়া সুলায়মানের তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন তালুকদার ও হাসান আহমেদ হাসনুর পরিবেশনায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।