বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির হাতে উঠতে পারে ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট পারিশ্রমিক
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক-এর জন্য রেকর্ড ভাঙা এক পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। প্রায় ১ ট্রিলিয়ন ডলার (৭৬০ বিলিয়ন পাউন্ড) মূল্যের এই চুক্তি বৃহস্পতিবার টেসলার বার্ষিক সাধারণ সভায় (AGM) ৭৫ শতাংশ ভোটে পাস হয়। ঘোষণার পর সভাস্থলে করতালির ঝড় ওঠে।
মাস্ক, যিনি ইতিমধ্যে বিশ্বের ধনীতম ব্যক্তি, এই চুক্তির আওতায় আগামী দশ বছরে টেসলার বাজারমূল্য বিপুলভাবে বৃদ্ধি করতে পারলে শত শত মিলিয়ন নতুন শেয়ার পাবেন পুরস্কার হিসেবে।
তবে এই বিপুল অঙ্কের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে সমালোচনা উঠেছে। অনেকেই বলছেন, এটি ‘অতিরিক্ত বিলাসী পুরস্কার’। কিন্তু টেসলা বোর্ডের দাবি, মাস্ক ছাড়া কোম্পানির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তাদের মতে, এই প্রণোদনা না থাকলে তিনি অন্যদিকে চলে যেতে পারেন—যা টেসলার জন্য “অসহনীয় ক্ষতি” হবে।
ঘোষণার পর টেক্সাসের অস্টিনে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে সাড়া দিয়ে মঞ্চে নেচে ওঠেন মাস্ক।“আমরা এখন শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায়ে প্রবেশ করছি না, বরং একেবারে নতুন একটি বই শুরু করছি।”“অন্য কোম্পানির শেয়ারহোল্ডার সভাগুলো নিস্তেজ হয়, কিন্তু আমাদেরটা দারুণ! দেখুন—এটা কত অসাধারণ।”
আগামী দশকের জন্য মাস্কের অর্জনযোগ্য লক্ষ্য
- বছরে ২০ মিলিয়ন টেসলা গাড়ি ও এক মিলিয়ন রোবট তৈরি ও সরবরাহ
- ১০ মিলিয়ন সাবস্ক্রিপশন অর্জন টেসলার “ফুল সেলফ-ড্রাইভিং” ফিচারে
- এক মিলিয়ন রোবোট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু
- ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত মূল মুনাফা অর্জন
- টেসলার বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা