আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: ডা. তাহের

স্টাফ রিপোর্টার | ঢাকা | ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে দেশে “একটি রাজনৈতিক মিরাকল” ঘটতে পারে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের টানা সাফল্যের যে প্রতিফলন দেখা যাচ্ছে, সেটি জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ছাত্রশিবির এখন দেশের ছাত্রসমাজের প্রতিচ্ছবি’

ডা. তাহের বলেন,“ইসলামী ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়েছে। এটি প্রমাণ করে—শিবির কেবল একটি সংগঠন নয়, এটি আজ দেশের ছাত্রসমাজেরই প্রতিচ্ছবি।”

তিনি আরও দাবি করেন, ছাত্রশিবিরের সক্রিয় ভূমিকার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে, ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ফিরে এসেছে।

তার ভাষায়,“এখন ডালের ঘনত্ব বেড়েছে—অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।”

জামায়াত নেতা বলেন,“বাংলাদেশে এখন প্রায় ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। তারা যদি আদর্শ ও নৈতিক নেতৃত্বের প্রতি আস্থা রাখে, তাহলে আগামি নির্বাচনে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে।”

তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান দেশের পজিটিভ পরিবর্তনের জন্য “আদর্শবাদী দলগুলোর” পাশে দাঁড়াতে।ইসলামী ছাত্রশিবির আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর নবনির্বাচিত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আজিজুল হক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও ছাত্রশিবির সাম্প্রতিক সময়ে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচনী সাফল্যকে তারা আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য “পরিবর্তনের ইঙ্গিত” হিসেবে দেখছে।