যুক্তরাজ্যে নতুন ফ্লু ভাইরাসের মিউটেশন: ‘দশকের সবচেয়ে ভয়াবহ মৌসুম’ হতে পারে

যুক্তরাজ্যে মৌসুমি ফ্লু বছর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

গ্রীষ্মকালেই হঠাৎ এক মৌসুমি ফ্লু ভাইরাসে মিউটেশন (জিনগত পরিবর্তন) ঘটেছে। এই পরিবর্তিত ভাইরাসটি মানুষের শরীরের বিদ্যমান রোগপ্রতিরোধ ক্ষমতাকে আংশিকভাবে এড়িয়ে যেতে পারছে। ফলে, স্বাভাবিক সময়ের এক মাস আগেই ফ্লু মৌসুম শুরু হয়ে গেছে। ইতিহাস অনুযায়ী, এ ধরনের ভাইরাস সাধারণত বেশি সংক্রামক ও গুরুতর হয়।

এ অবস্থায় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জনগণকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে “ফ্লু জ্যাব এসওএস” সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, এ বছর দেশটি গত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফ্লু মৌসুমের মুখোমুখি হতে পারে।

তবে বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। তবুও ফ্লু বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তা হলে তারা অবাক হবেন না।

বিশ্ব ইনফ্লুয়েঞ্জা সেন্টারের পরিচালক ও ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা লুইস বলেন,

“আমরা অনেকদিন এমন একটি ভাইরাস দেখিনি; এর গতিবিধি একেবারেই অস্বাভাবিক এবং তা আমাদের উদ্বিগ্ন করছে।”