সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ক্রিকেটপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এ আয়োজনটি হয়ে উঠছে আরও বিশেষ, কারণ টিকিট ছাড়াই তারা সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন পুরো ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই টেস্ট ম্যাচে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ক্রিকেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন। প্রবেশের সময় কেবল প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে।
বিসিবির পরিচালক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাহাত শামস বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও একাডেমির খেলোয়াড়দের জন্য ম্যাচটি বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। আমরা চাই, তরুণ প্রজন্ম সরাসরি খেলা দেখে ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হোক।”
স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত খোলা থাকবে। দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। তবে নিরাপত্তার স্বার্থে কোনো ব্যাগ, খাবার বা পানির বোতল সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে বিসিবি।
অন্যদিকে, সাধারণ দর্শকদের জন্যও রাখা হয়েছে সাশ্রয়ী টিকিট মূল্য—
- গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড: ৫০ টাকা
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা
- ক্লাব হাউস: ২৫০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
এই উদ্যোগের মাধ্যমে বিসিবি আশা করছে, শিক্ষার্থীদের অংশগ্রহণে টেস্ট ম্যাচগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেশের ক্রিকেটে নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে।