সিলেট সরকারি কলেজের নতুন প্রিন্সিপাল প্রফেসর মো. ফরিদ আহমেদ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদকে সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (প্রিন্সিপাল) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রফেসর ফরিদ আহমেদ ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ব্যাচের কর্মকর্তা। তাঁর জন্ম ১৯৬৭ সালের ২৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রামে। তাঁর পিতা হাজী মনোহর আলী।

১৯৯৩ সালের ২৪ নভেম্বর তিনি সুনামগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালের এপ্রিলে যোগ দেন সিলেটের এমসি কলেজে। এরপর তিনি মৌলভীবাজার সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালের জুলাইয়ে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এ যোগ দেন। এক বছর পর, ২০০৬ সালের জুনে ফেরেন এমসি কলেজে। ২০১০ সালের অক্টোবরে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০১১ সালে পুনরায় তিনি এমসি কলেজে ফিরে আসেন এবং ২০২০ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাঙ্গনের সহকর্মীরা জানিয়েছেন, প্রফেসর ফরিদ আহমেদ একজন দক্ষ প্রশাসক, গবেষক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে সিলেট সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।