খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর)। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই দুই সংস্থার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।