ভূমিকম্পে কাঁপলো সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ভোর ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

তবে এনসিএম স্পষ্ট করেছে যে, এই ভূমিকম্পের কম্পন সংযুক্ত আরব আমিরাতে অনুভূত হয়নি এবং দেশটির ওপর এর কোনো প্রভাব পড়েনি।

এদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সময়-সময় হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সংঘটিত হয়ে থাকে।