গুড থিং ফাউন্ডেশন ও ন্যাশনাল ডাটা ব্যাংকের সহযোগিতায় চ্যারিটি সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৭০টি ফ্রি স্মার্ট মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
গত ২১ জুলাই (রবিবার) দুপুর ১২টায় স্ট্রাটফোর্ডে অবস্থিত ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব চ্যারিটি শপে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্মার্টফোন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব, কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ্ব তৈমুছ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ও কমিউনিটি ব্যক্তিত্ব আসাদুজ্জামান আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ জিলান এবং ভলান্টিয়ার মোস্তাক আহমেদ, তুলাশ উদ্দিন দুলাল ও সেলিনা বেগম।
সভায় অতিথিবৃন্দ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি খসরুজ্জামান খসরু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এর আগেও সংস্থার পক্ষ থেকে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের মাঝে ফ্রি মোবাইল সিম ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।