খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই, ৭ দিন শোক পালনের ঘোষণা বিএনপির

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে সমবেদনা জানাতে কূটনীতিক, বিদেশি মিশনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। মঙ্গলবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে দলীয়ভাবে আগামী সাত দিন শোক পালন করা হবে। এ উপলক্ষে বিএনপির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিএনপি জানায়, বিদেশি মিশন, দূতাবাস ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের সুবিধার্থে গুলশানের চেয়ারপারসন কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন শোকবই খোলা থাকবে।

মঙ্গলবার বিকেল থেকে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শোকবইতে স্বাক্ষর গ্রহণ শুরু হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। এছাড়া আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোকবই খোলা থাকবে।

অন্যদিকে, সর্বস্তরের মানুষ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে সমবেদনা জানাতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।