সাউথএন্ড এসেক্সে শোকের ছায়া: কমিউনিটির বিশিষ্ট জন এলাইস মিয়া কামালির ইন্তেকাল

জামিল আহমেদ | লন্ডন | ২ জানুয়ারি ২০২৬

অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাউথএন্ড এসেক্সের সম্মানিত জ্যেষ্ঠজন ও প্রিয় কমিউনিটির অভিভাবক এলাইস মিয়া কামালি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

মরহুম এলাইস মিয়া কামালি বাংলা কমিউনিটির কল্যাণ ও উন্নয়নে আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন। নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে তিনি কমিউনিটিকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। বিশেষ করে সাউথএন্ড এসেক্স জামে মসজিদ প্রতিষ্ঠায় তাঁর ছিল অসামান্য অবদান ও অক্লান্ত পরিশ্রম, যা কমিউনিটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি এসেক্স বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে কমিউনিটির কাছে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।

তাঁর ইন্তেকালে সাউথএন্ড এসেক্সবাসী একজন প্রকৃত অভিভাবক ও পথপ্রদর্শককে হারাল। এই শোক সংবাদে পুরো বাঙালি কমিউনিটি বাকরুদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদানের কথা স্মরণ করছে।

মরহুম এলাইস মিয়া কামালীর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে।

কমিউনিটির পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়েছে—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করা হয়েছে—আল্লাহ যেন এই কঠিন সময়ে তাঁদের সবাইকে ধৈর্য ও শক্তি দান করেন।

এলাইস মিয়া কামালির অবদান ও স্মৃতি সাউথএন্ড এসেক্সের বাঙালি কমিউনিটির হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।