আহমাদুল কবির | মালয়েশিয়া:
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীনস্থ বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টার (ওএসসি)-এ সাক্ষাৎকারসংক্রান্ত সকল কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেবা কার্যক্রমে সমন্বয় সাধন এবং কাউন্টার সেবার মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইন (Employment Act 1955)-এর ৬০কে (Section 60K) ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্যান্য সকল প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মে চালু থাকবে। ফলে যেসব আবেদন ও সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

কেডিএন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় আবেদনকারীর চাপ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তা ও আবেদনকারীদের এই সময়সূচি অনুযায়ী তাদের পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা melosc_kdn@moha.gov.my-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে এই প্রক্রিয়াকে সহজীকরণ করা হলেও সময়োপযোগী সংস্কার ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে মাঝে মাঝে এমন সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মহল আশা করছে, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় শুরু হলে সেবার গতি ও মান আরও উন্নত হবে।