মালয়েশিয়ায় জাল মাইকাডসহ ১৫টি অপরাধ শনাক্ত

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (জাবাতান পেনদাফতারান নেগারা—জেপিএন) ‘অপারাসি তেরানচাং জেপিএন (অপস ভেপ)’ নামে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেলাঙ্গরের বান্টিং এলাকার তেলুক পাংলিমা গারাংয়ে অবস্থিত একটি ইলেকট্রনিক্স উৎপাদন কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
সমন্বিত এই অভিযানে জেপিএনের বিশেষ তদন্ত শাখা (বিএসকে), মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এবং শ্রম বিভাগ (জাবাতান তেনাগা কেরজা—জেটিকে) যৌথভাবে অংশ নেয়। অভিযানে কারখানার প্রায় ৫০০ জন কর্মীর কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়।
অভিযান শেষে জাতীয় নিবন্ধন বিধিমালা ১৯৯০-এর আওতায় মোট ১৫টি অপরাধ শনাক্ত করা হয়। এর মধ্যে ১৪টি ক্ষেত্রে ভুয়া মাইকাড (জাতীয় পরিচয়পত্র) ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং ১টি ক্ষেত্রে অন্যের মাইকাড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ২১৯ জন বিদেশি কর্মীকে ইমিগ্রেশন বিভাগ পরবর্তী যাচাইয়ের জন্য তালিকাভুক্ত করেছে।
এছাড়া শ্রম বিভাগ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫টি সমন জারি করেছে।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রী ডাটুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক দাতো’ বদরুল হিশাম বিন আলিয়াস উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি আইন মেনে চলা নিশ্চিত করা এবং জাতীয় নিবন্ধন ব্যবস্থার সততা ও অখণ্ডতা রক্ষায় সরকারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন বলে জানানো হয়।