সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচনে একতা প্যানেলের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট: আগামী রবিবার ১৮ জানুয়ারি সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচনে একতা প্যানেলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রের সদস্য ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন একতা প্যানেলের সভাপতি প্রার্থী সৈয়দ খালিদ মিয়া অলিদ, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ দিলওয়ার আহমেদ দিলশাদ, কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ গয়াছ খান, সহ-সভাপতি প্রার্থী সৈয়দ আলাউদ্দিন এবং ক্রীড়া সম্পাদক প্রার্থী সৈয়দ কামরান হুসেন। এছাড়াও প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, হামিদুর রহমান সুহেল, আবু মুসা এহসান, সৈয়দ আমিনুল ইসলাম, লুকমান মিয়া, শেখ ময়নুল, সৈয়দ রব্বানী ও সৈয়দ আমিরুল ইসলাম।


সভায় বক্তারা সংগঠনের সার্বিক উন্নয়ন, ঐক্য ও স্বচ্ছ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। একতা প্যানেলের পক্ষ থেকে বিগত দিনের যেকোনো ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য সবার দোয়া ও মূল্যবান ভোট কামনা করা হয়।

নির্বাচনী সভা শেষে উপস্থিত সকলের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়, যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।