ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু ও ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইটের দাবিতে লন্ডনে স্মারকলিপি

লন্ডন | জামিল আহমেদ
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিদেশি ফ্লাইট চালুর দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই স্মারকলিপি পেশ করা হয়।

‘ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’-এর পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করা হয়। বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. এম নজরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় প্রথম সচিব মীর নুরানী পুস্পা এবং কমার্সিয়াল কাউন্সিলার তানভির মোহাম্মদ আজিম উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, সদস্য সচিব এম এ রব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন এবং সদস্য সাংবাদিক খালেদ মাসুদ রনি।

ডেপুটি হাই কমিশনার প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্মারকলিপির বিষয়বস্তু বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, এই দাবির পক্ষে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও ইতোমধ্যে সরকারকে অবহিত করা হয়েছে।স্মারকলিপিতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা এবং ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যকর করার গুরুত্ব তুলে ধরা হয়।