সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, সিলেটের পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও জনগণবান্ধব করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শিগগিরই “GenieA” নামের একটি মোবাইল অ্যাপ চালু হতে যাচ্ছে, যা পুলিশের সেবাকে নাগরিকদের হাতের নাগালে নিয়ে আসবে।
কমিশনার বলেন, ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু হবে। অ্যাপের মাধ্যমে নাগরিকরা জরুরি মুহূর্তে সহজে পুলিশের সহায়তা নিতে পারবে। বিশেষত এসওএস বাটন ব্যবহারের মাধ্যমে এক ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।
তিনি জানান, প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। এর মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শসহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। পাশাপাশি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস ও যানজট সংক্রান্ত তথ্যও যুক্ত থাকবে এতে।
সিলেটের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান কমিশনার। পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে নজরদারি করা হবে। এর ফলে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তাসহ শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোবাইল চুরি প্রসঙ্গে কমিশনার বলেন, বর্তমানে এটি একটি বড় সমস্যা হলেও পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য দিতে নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে।
পুলিশের আচরণগত পরিবর্তনের দিকেও জোর দেওয়া হচ্ছে জানিয়ে এসএমপি কমিশনার বলেন,“আমরা পুলিশের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি। একসময় সিলেটসহ বাংলাদেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে, আমি সেই স্বপ্ন দেখি।”
এছাড়া, ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে। তিনি জানান, গত তিন দিন ধরে নির্দিষ্ট সময় ও স্থানের পরিবর্তে সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় হঠাৎ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিলেটের এই নতুন উদ্যোগকে কমিশনার “নাগরিক নিরাপত্তার নতুন দিগন্ত” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি সমাজে অপরাধ দমন ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।