মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত দুই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সকালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে মতিগঞ্জ এলাকার লইয়ারকুল ব্রিজের ওপর প্রাইভেটকার ও একটি নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে তারা খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

আহতদের একজন হলেন নিউ পূর্বাসা এলাকার অজয় সিং (৪২), যিনি শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য। অপরজন হলেন রেলগেইট এলাকার মো. তানভীর হোসেন জনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির আলম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জানান, “সকালেই তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে, বাকি দুইজন গুরুতর আহত।”

জুড়ীতে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

একই দিনে বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও তিনজন।

বুধবার বিকাল ৪টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা। তিনি জুড়ীর মধ্য ভোগতেরা জামে মসজিদের সহকারী ইমাম এবং জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, তিন আরোহী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় পাশের একটি রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে মূল সড়কে উঠছিলেন ইছমাইল। হঠাৎ মুখোমুখি ধাক্কায় সবাই সড়কে ছিটকে পড়েন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক ইছমাইলকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম বলেন, “ইছমাইলকে মৃত অবস্থায় আনা হয়। অন্যদের অবস্থা গুরুতর ছিল না।”