প্রবাসী অধ্যুষিত সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও সরব হয়ে উঠেছেন প্রবাসী রাজনীতিকরা। কেউ প্রার্থী হতে দেশে ফিরছেন, কেউ বা দলের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার প্রবাসী প্রার্থীদের তৎপরতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
জেলার ৬টি আসনে অন্তত ২০ জন প্রবাসী নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে কেউ আগের আন্দোলনে পরিচিত মুখ, আবার কেউ রাজনীতির নতুন নাম। প্রচারণার মাঠে তারা নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন নানা কৌশলে।
🔹 প্রবাসী মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিএনপি এগিয়ে
মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় সবচেয়ে বেশি নাম বিএনপি নেতাদের। পাশাপাশি কিছু ইসলামী দলও ইতোমধ্যে প্রবাসী নেতাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে সিলেট-১ আসনেই একমাত্র এখনো কোনো প্রবাসী মনোনয়নপ্রত্যাশীর দেখা মেলেনি। এই আসনে বর্তমানে প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এবং জেলা জামায়াত আমির মাওলানা হাবিবুর রহমান।
🔸 সিলেট-২ আসন
এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর সক্রিয় রয়েছেন। তিনি যুক্তরাজ্য থেকে এসে একাধিক সভা-সমাবেশ করেছেন। আগে এই আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম তাদের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথীকে প্রার্থী ঘোষণা করেছে।
🔸 সিলেট-৩ আসন
এ আসনে বিএনপির ৫ জন প্রবাসী নেতা প্রচারণায় আছেন। আলোচিতদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। এছাড়া যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মোশাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ রাজা এবং স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মইনুল বাকরও নির্বাচনী মাঠে রয়েছেন।
🔸 সিলেট-৪ আসন
এ আসনে বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
🔸 সিলেট-৫ আসন
এ আসনে প্রবাসী নেতাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত একাধিক বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন—
- জাকির হোসেন, আহ্বায়ক, আমিরাত বিএনপি
- শরীফ আহমদ লস্কর, সহসভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপি
- ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী
- ফাহিম আল ইসহাক চৌধুরী ও জাহিদুর রহমান
এদের মধ্যে জাকির হোসেন এলাকায় ধারাবাহিক সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
🔸 সিলেট-৬ আসন
এ আসনে যুক্তরাজ্য প্রবাসী প্রার্থীদের প্রভাব লক্ষণীয়। উল্লেখযোগ্য প্রবাসী মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন—
- সাবিনা খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতির কন্যা
- সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা
- অহিদ আহমদ, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
এদিকে খেলাফত মজলিস ইতোমধ্যে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানকে সিলেট-৬ আসনের প্রার্থী ঘোষণা করেছে।