জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জ্বরের লক্ষণ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ এক দিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা গেছে, মৃতদের মধ্যে ৭ জনই হাসপাতালে ভর্তির দিনেই মারা গেছেন। মূলত হাসপাতালে আসতে দেরি হওয়ায় ডেঙ্গু জটিল আকার ধারণ করেছিল, ফলে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না। বাকি দুইজনের মধ্যে একজনও ভর্তির পরদিন মারা যান।”

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসায় রোগীর অবস্থা জটিল হয়ে যাচ্ছে, ফলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সব জ্বরের রোগীকেই জ্বরের সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু চিকিৎসা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক ও তৎপর রয়েছে। সব হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন ও ওষুধ মজুত আছে। তবে মৃত্যুহার কমাতে দ্রুত রোগ শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা এবং মশা নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছরের এক দিনে সর্বাধিক সংখ্যক রোগী। এর আগে গত ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল বছরের সর্বোচ্চ সংখ্যা। আজ আবারও সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটল।