লন্ডন, ২৭ অক্টোবর:
সাউথএন্ড কমিউনিটির সুপরিচিত মুখ, প্রিয় মানুষ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আখতারুজ্জামান-এর অকাল মৃত্যুতে লন্ডন বাংলা টাইমস পত্রিকার সম্পাদক জামিল আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেন,
“গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ভাই, বন্ধু ও সহকর্মী আখতারুজ্জামান ভাই আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরণশীল — এটি চিরসত্য। কিন্তু কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কষ্টের।”
“আমাদের সবার প্রিয় আখতার ভাই ছিলেন সাউথএন্ড কমিউনিটির একজন সুপরিচিত ও সকলের প্রিয় মানুষ। তিনি ছিলেন তরুণ, প্রাণবন্ত ও খেলা-পাগল একজন মানুষ। বিশেষ করে ব্যাডমিন্টন খেলায় তাঁর ছিল অসাধারণ দক্ষতা ও দূরদর্শিতা। দুর্ভাগ্যজনকভাবে, গতকাল সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন।”
বহু বছর ধরে সাউথএন্ড-অন-সি এলাকায় বসবাসরত আখতারুজ্জামান ছিলেন একজন বিনয়ী, পরিশ্রমী ও পরোপকারী ব্যক্তি। তিনি এসেক্স জামে মসজিদের সক্রিয় সদস্য ও স্থানীয় বাঙালি কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো সাউথএন্ড কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
“আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি — আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।”