লন্ডন প্রতিনিধি:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী, জাতির বিবেক ও মানবতার কণ্ঠস্বর ড. শহিদুল আলম–এর সম্মানে সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশী চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে বাঙালি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বজয়ী বাঙালি বীর হিসেবে পরিচিত ড. শহিদুল আলম অনুষ্ঠানে তাঁর প্রজ্ঞাময় বক্তৃতায় মানবতা, ন্যায়বিচার ও সত্যের পক্ষে সাহসী অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে ফুটে ওঠে ন্যায়, বিবেক ও স্বাধীন চিন্তার দৃঢ় আহ্বান, যা উপস্থিত শ্রোতাদের অনুপ্রাণিত করে।
সভা শেষে ড. শহিদুল আলমের হাতে সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রঙের দুনিয়া’ তুলে দেন বইটির লেখক প্রকাশক কে এম আবু তাহের চৌধুরী।
বইটি গ্রহণ করে ড. আলম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনন্দের সঙ্গে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।