সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টা বিলম্বিত হয়। পরে ঢাকা থেকে পাঠানো আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, সেদিন সকালে ঢাকা থেকে সিলেটে আসে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১। সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটির লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। তবে সিলেটে অবতরণের পর বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা খাওয়ায় উড়োজাহাজটির ইঞ্জিন কাভার ফেটে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট স্থগিত করা হয় এবং প্রকৌশলীরা ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে ঢাকা থেকে সিলেটে যান। পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে পাঠানো আরেকটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ (বিজি ২০১) ২৬২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীরা প্রায় ছয় ঘণ্টা সিলেট ওসমানী বিমানবন্দরে অপেক্ষায় থাকতে বাধ্য হন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন।
এদিকে, প্রকৌশলীদের পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ঢাকায় ফিরে যায়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “দুর্ঘটনায় বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজ এনে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিও ঢাকায় ফেরত গেছে।”