২২ বছর পর ভারতকে পরাজিত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অবশেষে ভাঙল ২২ বছরের অপেক্ষা। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে আজ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ হোম ম্যাচে ভারতকে ১–০ গোলে হারিয়েছে জামাল-হামজারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। খেলার মাত্র কয়েক মিনিটের মাথায় মোর্শালিনের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় লাল-সবুজরা। পুরো ম্যাচজুড়ে ভারত চাপ সৃষ্টি করলেও দৃঢ় রক্ষণ ও গোলরক্ষকের আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সেই লিড ধরে রাখে বাংলাদেশ।

শেষ বাঁশি বাজতেই মাঠ ও গ্যালারিতে উদযাপন শুরু হয়—কারণ এই জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং দুই দশকেরও বেশি সময় ধরে জমে থাকা প্রতীক্ষার অবসান।

২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২২ বছর ধরে নানা টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে দুই দলের লড়াই হলেও জয় পাওয়া হয়নি। আজকের জয় সেই ইতিহাস বদলে নতুন বার্তা দিল—বাংলাদেশ ফুটবল আবারো ঘুরে দাঁড়াচ্ছে।